শিক্ষা ভুবনে সম্মিলিত অবসাদ
করোনাভাইরাসের কারণে গত বছর মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর পার্শ্ব প্রতিক্রিয়া পড়ছে শিক্ষার্থীদের মনোজগতে, পরিবার সমূহের শৃঙ্খলায়, শিক্ষক ও প্রতিষ্ঠানের উপরে, সর্বোপরি আর্থ-সামাজিক নানা স্তরে। বহু ছেলেমেয়ের পড়া বন্ধ হয়ে গেছে, তারা আর কোনদিন হয়তো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যিালয়ে ফিরবে না। দরিদ্র পরিবারের মেয়েগুলো বাল্য বিয়ের শিকার হচ্ছে। কলেজের এমনও ছাত্র আছে যারা তাদের উচ্চমাধ্যমিক স্তর শেষ করবে কলেজের করিডোরে পা না রেখেই।