টাকা ঢেলেও মিলছে না আইসিইউ বেড : ৯০০টির মধ্যে ফাঁকা মাত্র ৯২টি
টাকা হলে বাঘের চোখও মেলে। তবে বহুল প্রচলিত এই প্রবাদটি মুমূর্ষু করোনা রোগীর জরুরি চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই মিথ্যা প্রমাণিত হচ্ছে! করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুর কারণে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালেগুলোতে রোগীর চাপ ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর সুচিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রেখে বিশেষায়িত চিকিৎসাসেবা অত্যাবশ্যক হলেও রাজধানীর সরকারি-বেসরকারি সব হাসপাতালের আইসিইউ রোগীতে প্রায় পরিপূর্ণ।
অসংখ্য রোগীর স্বজনরা অ্যাম্বুলেন্সে করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে হন্যে হয়ে ঘুরছেন। প্রচণ্ড শ্বাসষ্টে রোগীদের ছটফট মরণ যন্ত্রণা দেখে স্বজনরা যত টাকাই লাগুক পরিশোধ করবেন-এমন প্রতিশ্রুতি দিয়ে রোগীকে আইসিইউতে ভর্তি করার আকুতি জানালেও বেড ফাঁকা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিচ্ছে। কোথাও কোথাও দু/চারটি আইসিইউ বেড ফাঁকা থাকলেও রহস্যজনক কারণে রোগী ফিরিয়ে দেয়া হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।