![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/08/06/og/183914thumbnail_20210806_162942.jpg)
বদলগাছীতে ২৫০ দুস্থ পরিবার পেল কালের কণ্ঠ শুভসংঘের খাদ্যসামগ্রী
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ২৫০ অতিদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়। এর মাধ্যমে নওগাঁ জেলার তিন হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।