রাজধানীর অভিজাত এলাকা বনানীর বিলাসবহুল বাসায় প্রায় চার ঘণ্টার অভিযানের পর বিপুল পরিমাণ মাদকসহ আটক নায়িকা পরীমনিকে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। ২০ ঘণ্টার মতো র্যাবেই ছিলেন পরীমনি। র্যাব সদরদফতরে পৌঁছানোর কিছুক্ষণ পরপর তিনি লেবুর জুস চেয়ে খেয়েছেন। এছাড়াও জিজ্ঞাসাবাদে র্যাব কর্মকর্তাদের সঙ্গে তার আচরণ ছিল স্বাভাবিক।