![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2016/12/29/twitter-releases-360-degree-video-streaming-on-periscope.jpg/ALTERNATES/w640/Twitter+releases+360-degree+video+streaming+on+Periscope.jpg)
ভুল তথ্য ঠেকাতে রয়টার্স, এপি’র সঙ্গে টুইটারের জোট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২১, ১৫:২৫
নিজেদের সাইটে আরও দ্রুত নির্ভরযোগ্য তথ্য দিতে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে জোট বাঁধছে টুইটার। ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকানো প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়ার খবর জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।