![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F01%2Ftaalebaan.jpg%3Fitok%3DMkTAEXPW)
কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা, সব ফ্লাইট বাতিল
আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে অন্তত তিনটি রকেট আঘাত হেনেছে। গতকাল শনিবার রাতে তালেবান যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। আজ রোববার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কান্দাহার বিমানবন্দরকে লক্ষ্য করে আমরা হামলা করেছি, কারণ শত্রুরা আমাদের ওপর বিমান হামলা চালানোর জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করত।’