সব উপজেলায় মডেল হাসপাতাল হোক
সংকটে যেমন প্রকৃত বন্ধুকে চেনা যায়, তেমনই সঠিক পথের খোঁজও মেলে। করোনা ভাইরাসের প্রবল সংকটে তাই আশাজাগানিয়া অনেক ঘটনাও প্রত্যক্ষ করেছি আমরা। মৃত্যুর বিভীষিকার মধ্যে সরকারি চিকিৎসাব্যবস্থার আবশ্যকতা নতুন করে উপলব্ধি করলাম আমরা। জীবনের ঝুঁকি নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা যেভাবে দিন-রাত সেবা দিচ্ছেন তা অবশ্যই প্রশংসনীয়। মানব কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে আরও কতজন কত কাজই না করছেন। কেউ লাশ সৎকারে, কেউ অসহায় মানুষের খাবারের সংস্থানে আবার কেউ অন্য কোনো সেবায় নিজেকে উজাড় করছেন। হতাশায় নিমজ্জিত আমাদের ভাবনায় যা অসম্ভব ঠেকে, তা-ই তারা সম্ভব করে তুলছেন।
- ট্যাগ:
- মতামত
- স্বাস্থ্যখাত
- উপজেলা
- করোনাকাল
- মডেল হাসপাতাল