দলে যারা আসেন, কারা আসেন?

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০৯:৫৭

শেষ পর্যন্ত একটা চেনা ছকেই নাটকের যবনিকা টানা হলো। চাকরিজীবী লীগ নামে ‘রাজনৈতিক দোকান’ খুলে বিতর্কিত আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর শুধু দল থেকে বহিষ্কৃতই হলেন না, আটকও হলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খেলেন। আগের অনেক ইস্যুর মতো হেলেনা কান্ডেরও পরিসমাপ্তি ঘটল র্যাব-এর তল্লাশি অভিযানে। সেই একই ফর্মুলা – সরকারের সঙ্গে বা ক্ষমতাসীন দলের সাথে বনিবনা না হলে বাসায় অভিযান, বিদেশি মদ কিংবা এ জাতীয় কিছু উদ্ধার এবং সেই লাইনে মামলা। যুবলীগের সম্রাট থেকে চাকরিজীবী লীগের হেলেনা- সবক্ষেত্রে একই ছক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও