![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/07/print/photos/Untitled-6-samakal-6103095f4aea1.jpg)
আফগানিস্তানের দেয়ালের লিখন
সেন্টার ফর দ্য প্রোটেকশন অব আফগান উইমেন জার্নালিস্টের পরিচালক ফরিদা নেকজাদ কাবুল থেকে বিশ্ববাসীর উদ্দেশে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন- আমাদের সুরক্ষা এখন কে নিশ্চিত করবে? ইতোমধ্যেই ক্যালেন্ডারের পাতাগুলো যেন ২৫ বছর আগে ফিরে গেছে। আফগানিস্তানের সাধারণ মানুষও কি ফিরে গেছে ২৫ বছর পেছনে? আফগানিস্তান এখন বিশ্বের সংবাদমাধ্যমে খবরের শিরোনাম। সেই শিরোনামে বিতর্কিত নাম তালেবান। আমেরিকা প্রত্যাবর্তন করছে তা যেমন সত্য, সেই সঙ্গে তালেবান আফগানিস্তানের একের পর এক জেলায় আধিপত্য কায়েম করছে তা-ও সত্য।
- ট্যাগ:
- মতামত
- সুরক্ষা
- আফগানিস্তান
- ন্যাটো