কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ৯৬৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯৬৪ জনের। এটি ছিল জেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। একই সময়ের করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুলাই সর্বোচ্চ শনাক্ত করা হয় ৮৫৩ জন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৪০১ জনের নমুনা পরীক্ষায় ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩২৮ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক এক শতাংশ।