ভিউয়ের বাজারে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করা কঠিন: মুশফিক ফারহান
চ্যানেল আই
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ১৩:০০
ছিলেন আর জে (রেডিও জকি)। সেখান থেকে ২০১৬ সালের ২ আগস্ট পরিচালক মাবরুর রশিদ বান্নাহর ‘তিনমাসে গল্প’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন। তখনও ছেলেটি ‘জনপ্রিয় আরজে’। রেডিওর শ্রোতাদের কাছে তার ছিল আলাদা শ্রোতাপ্রিয়তা। কথার জাদুতে মুগ্ধ করতে পারা সেই পেশা ছেড়ে চ্যালেঞ্জ নিয়ে পরে অভিনয়ে নিয়মিত হন। ছোট ছোট চরিত্রে অভিনয় করে বছর খানেকের মধ্যে তিনি নজর কাড়তে সক্ষম হন দর্শকদের।