করোনা তাণ্ডবে বিধ্বস্ত দেশ। ক্রমেই বিপর্যয় বাড়ছে। বাড়ছে মৃত্যু সংখ্যা, সংক্রমণ। গত দেড় বছর ধরে চলা সংকট কোনোভাবেই নিরসন হচ্ছে না বরং ভয়াবহতা বেড়েই চলেছে। এর ভয়াবহতার আঁচ পড়ছে হ্যান্ড টু মাউথ শ্রেণির ওপর। কেননা দিন এনে দিনে খেয়ে তাদের দিনযাপন সম্পন্ন হয়। সেখানে ৭ দিনের খাবার যোগাড় করে রাখার সক্ষমতা কতটুকু কিংবা ১৪ দিনের অথবা মাসের?