কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্নীতির মহাচক্রে জিম্মি কারাগার

যুগান্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০৮:২৭

দেশের কারাগারগুলো দুর্নীতির এক মহাচক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। কারা অভ্যন্তরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের বড় একটি ক্ষেত্র হলো কারা ক্যান্টিন। নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ মূল্যে বন্দিদের কাছে খাবার বিক্রি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।


সারা দেশ থেকে যার একটা অংশ কারা অধিদপ্তরেও আসে। অথচ এসব অর্থের কোনো অডিট হয় না। এছাড়া কারাগারে আটক বন্দিদের কাছ থেকে বন্দি বেচাকেনা, সাক্ষাৎ বাণিজ্য, সিট বাণিজ্য, খাবার বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য, পিসি বাণিজ্য, পদায়ন বাণিজ্য, কারা অভ্যন্তরে নিষিদ্ধ মালামাল প্রবেশ বাণিজ্য এবং জামিন বাণিজ্যের নামেও প্রভাবশালী চক্রটি বিপুল অঙ্কের ঘুষ বাণিজ্য করে আসছে। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্তে এ রকম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।


কুষ্টিয়া জেলা কারাগার নিয়ে তদন্ত করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেনের নেতৃত্বাধীন কমিটি ভয়াবহ সব তথ্য পায়। বিভিন্ন কারাগার পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কমিটির রিপোর্টে আরও বলা হয়, শুধু কুষ্টিয়া কারাগার নয়, সারা দেশের কারাগারেই একই চিত্র বিরাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও