চিকিৎসার জন্য হাহাকার

যুগান্তর স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০৮:১১

দেশে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা আরও তীব্র হচ্ছে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা। রোগী বাড়ায় দেশের হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ হাসপাতালে চাহিদানুযায়ী ডাক্তারসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নেই। জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসক ও নার্সের অভাব তীব্র। এর সঙ্গে আছে আইসিইউ, অক্সিজেন এবং ওষুধের সংকট। এসব কারণে রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।


হাসপাতালে সিট পাচ্ছেন না। মেঝেতে রাখা হলেও ডাক্তার আসছেন না। প্রয়োজন হলে রোগীকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে চিকিৎসাসেবা পাওয়ার জন্য রোগী ও তাদের স্বজনরা হাহাকার করছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তেমন কোনো কাজ হচ্ছে না। অনেক সময় জীবন বাঁচাতে রোগী মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। 


রাজধানী বা বিভাগীয় শহরগুলোর বাইরে জেলা বা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার অবস্থা আরও শোচনীয়। কাজেই জীবন বাঁচাতে রোগীরা উপজেলা থেকে জেলায় এবং জেলা থেকে রাজধানীর দিকে ছুটে আসছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও