মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তৈরি চক্রের ৩৩ জনের বিরুদ্ধে টাকা পাচারের দায়ে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আসামির তালিকায় আছেন সাবেক তিন সংসদ সদস্য ও একজন সাবেক মন্ত্রীর স্ত্রী। এ ছাড়া মালয়েশিয়া চক্রের অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত রুহুল আমিন ওরফে স্বপনের নামও আছে টাকা পাচারকারীর তালিকায়।
আজ বৃহস্পতিবার সিআইডির সাব ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণসংক্রান্ত টাকা পাচার অনুসন্ধান করে আসামিদের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে। মামলাটি সিআইডির শিডিউলভুক্ত হওয়ায় অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা তদন্তের ব্যবস্থা করবে।