রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমামকাণ্ডে যুবক আটক
পাবনার ভাঙ্গুড়ায় রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমামকাণ্ডের ঘটনায় আরও একজনকে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় আটক করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম স্বপন (৩৪)। তবে স্বপনের পরিবারের দাবি— ওই ইমাম ও গৃহবধূকে আটকের পর সড়কে থাকা বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্বপনের চাচা গুলজার হোসেন বলেন, গ্রামের এক গৃহবধূ ও ইমাম আটকের ঘটনায় এর আগে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করেছে। পরে রাতে তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু কোনো অভিযোগে তাকে আটক করে নিয়ে যায় তা জানি না। তবে স্বপন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মাত্র। সে ওই গৃহবধূকে বেঁধে রাখার ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তার চাচা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে