যে কারণে করোনার ঝুঁকিতে উপনির্বাচন
শোকের মাস আগস্টের কারণে করোনার উচ্চ ঝুঁকির মাঝে আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচন করছে নির্বাচন কমিশন (ইসি)। না-হলে কিছুটা হলেও ঝুঁকি এড়াতে এ আসনের উপনির্বাচন আরও কিছুদিনের জন্য পেছানোর চিন্তা ছিল ইসির। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করায় গত ১১ মার্চ এ আসনটি শূন্য হয়। এ হিসাবে গত ৮ জুনের মধ্যে সেখানে ভোট হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের কারণে সিইসি তার সাংবিধানিক ক্ষমতা বলে প্রথম ৯০ দিনের পরিবর্তে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত দেন। ফলে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে এ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের সুযোগ রয়েছে। দেখা যাচ্ছে, এ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির হাতে আরও প্রায় দেড় মাস সময় থাকলেও করোনার উচ্চ ঝুঁকির মাঝেই আগামী ২৮ জুলাই সেখানে ভোট করতে যাচ্ছে।