রাতের ঢাকার চেনা সড়কও এখন যেন অচেনা
রোববার রাত সাড়ে ৮টা। রাজধানীর শাহবাগের অদূরে পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঝলমলে আলোর বিপরীত দিকের রাস্তায় আধো ছায়া আধো অন্ধকারে মধ্যবয়সী এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শাহবাগ থেকে বাংলা মোটর ও মিন্টু রোডগামী রাস্তার পুরোটাই ফাঁকা, সুনশান নীরবতা বিরাজ করছে চারদিকে।
এদিকে, হঠাৎ করেই সাইরেন বাজিয়ে ছুটে যায় একটি অ্যাম্বুলেন্স। আবার কিছুক্ষণ সুনশান নীরবতা। দু-একটি রিকশা চালকের কেউ যাত্রী নিয়ে কেউ বা যাত্রীছাড়া দ্রুত প্যাডেল হাঁকিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যে। বয়স্ক দুই নারী-পুরুষকে জগিং স্যুট পরে দ্রুত পায়ে হাঁটতে দেখা যায়। বাংলা মোটরের সামনে দাঁড়িয়ে একজন পুলিশ সদস্যকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে কারওয়ান বাজার মোড়ে নামিয়ে দিতে অনুরোধ করতে দেখা যায়। করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে চলমান দুই সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিনের রাতের এটি একটি খণ্ডচিত্র এটি।