ভেঙে পড়াটাই ছিল স্বাভাবিক
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৯:৩৬
ভূমিহীন ও ছিন্নমূল মানুষদের ঘর তৈরি করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্যোগটি প্রশ্নবিদ্ধ হয়েছে অবাস্তব বাজেট, নিচু এলাকায় খাস জমি নির্বাচন, প্রকৌশল বিভাগকে পাশ কাটিয়ে যাওয়া ও প্রকল্প বাস্তবায়নে তাড়াহুড়ার কারণে।উদ্যোগটির পেছনের উদ্দেশ্য মহৎ হলেও পরিকল্পনাটি ছিল ত্রুটিপূর্ণ।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গত ২৩ জানুয়ারি ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে ঘর দেওয়ার প্রশংসনীয় উদ্যোগ হাতে নিয়েছিলেন। গত ২০ জুন আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আরও ৫৩ হাজার পরিবারকে ঘর দেওয়া হয়।
একটি রান্নাঘর, পেছনের দিকে একটি শৌচাগার ও সামনের দিকে একটি উঠানসহ দুই কক্ষের প্রতিটি বাড়ি নির্মাণে এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়।