কঠোর লকডাউনেও যমুনা পাড়ে ভ্রমণপিপাসুদের ভিড়
কঠোর লকডাউনেও চৌহালী ও এনায়েতপুরের যমুনা পাড়ে ভ্রমণপিপাসুদের ঘুরে বেড়ানো থেমে নেই। বেড়াতে আসা বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক।
ঈদের দিন বিকাল থেকেই চৌহালী শহররক্ষা বাঁধ, এনায়েতপুর ও বেতিল স্পার বাঁধ এলাকায় দেখা যায় দর্শনার্থীদের ভিড়। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়েছেন সচেতন মহল। তবে এ বিষয়ে পুলিশের দাবি, লকডাউন কার্যকরে প্রশাসন মাঠে রয়েছে। বেড়াতে আসা মানুষকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।
জানা যায়, যমুনার তীরে বিশ্বমানের ৮০০ শয্যাবিশিষ্ট খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কারুকাজ খচিত বিশ্বশান্তি মঞ্জিলে মাজার শরিফ অবস্থিত। এসব স্থানে সারা বছরই মানুষের ঢল থাকলেও ঈদ-পূজাসহ অন্যান্য পার্বণে ভ্রমণপিপাসুদের দেখা মেলে বেশি।