![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnagad-20210725084400.jpg)
‘নগদ’ থেকে মোবাইল রিচার্জ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০৮:৪৪
করোনা প্রতিরোধে কড়াকড়ি বিধিনিষেধের সময়ে ঝুঁকি নিয়ে ঘরের বাইরে না গিয়ে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ থেকে মোবাইল রিচার্জ করা যাচ্ছে।
সম্প্রতি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি ‘দেশি নগদ-এ বেশি লাভ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। সেখানে সকল মোবাইল ফোনে রিচার্জকে সহজ ও সাশ্রয়ী করতে আরও গুরুত্ব দেয়া হয়েছে।