মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের মানুষ
সিলেটের বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আজ শনিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আলীনগর বাজারে আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয় আলীনগর বাজারে বিয়ানীবাজার-সিলেট সড়কে গাড়ি পার্কিং নিয়ে টিকর পাড়ার গ্রামের বাসচালক নজর উদ্দিনের সাথে আলীনগর এলাকার যুবক মুসাদ্দেক আলী সাথে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি-সোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওইদিন আলীনগর বাজারের কয়েকটি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন দু’পক্ষের লোকজন।