এবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা
এবার যুক্তরাষ্ট্রের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন। গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্প্রতি হংকং ইস্যুতে চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জের ধরে চীন এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। খবর এএফপির।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যেসব মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে চীন নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাঁদের মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী উইলবার রোজও রয়েছেন। এ ছাড়া একাধিক মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এমন সময়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো, যখন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ভেন্ডি শেরম্যান চীন সফরে যাচ্ছেন।