করোনা ও বিবিধ লকডাউন
গত বছর মার্চ মাসে দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর অনেক প্রকারের লকডাউন দেখেছি আমরা। সাধারণ ছুটি, এলাকাভিত্তিক লকডাউন, সারাদেশে কোমল, কঠোর, শিথিল লকডাউন। এসব লকডাউন ৭ দিনের হয়েছে, আবার ৭ দিন বাড়ানো হয়েছে তো আবার সপ্তাহ খানেক শিথিল করা হয়েছে। এবার এক লকডাউন শুরু হয়েছে গতকাল থেকে যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।
এর আগে ১৪ জুলাই পর্যন্ত ১৭ দিনের কোমল কঠোর লকডাউন এবং কোরবানির হাটকে জমজমাট করতে যে শিথিলতা দেখানো হল, এর পরিণতি বা প্রভাব বুঝতে আমাদের হয়তো ৭ থেকে ১০ দিন আপেক্ষা করতে হবে। ইতোমধ্যে পালিত লকডাউনে সংক্রমণের হারে খুব একটা প্রভাব না পড়ায় এবারের লকডাউনকে খুব কঠিন সময় হিসাবেই দেখা হচ্ছে।করোন