![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F07%2F23%2F7f83be6c6e9a2c863c4eaa6e92efa59b-60fa7fe2d7510.jpg%3Fjadewits_media_id%3D738211)
উপহারের ঘর তৈরিতে নামমাত্র নির্মাণসামগ্রী
বরিশালে হতদরিদ্রদের জন্য মুজিববর্ষের উপহারের ঘর নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ঘরগুলোর জায়গা নির্বাচন থেকে শুরু করে নির্মাণসামগ্রী ব্যবহার– কোনও কিছুই ঠিকভাবে করা হয়নি বলে জানা গেছে। এমনকি সচ্ছল ব্যক্তির বাড়িতেও এই ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়মসহ সার্বিক বিষয় তদন্তে পৃথক তিনটি কমিটি গঠিত হয়েছে। কমিটিকে এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ প্রকল্পে বরিশাল জেলার ১০ উপজেলায় প্রায় দেড় হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক হাজার ৪৫৬টি আধাপাকা ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৪ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা।