কুষ্টিয়ায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ২৫.৬১ শতাংশ

ডেইলি স্টার প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ১০:২৪

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এই সময়ে ৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ। গতকাল সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।


এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১০ জনের এবং উপসর্গ নিয়ে মারা যান আরও তিন জন। একই সময়ে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪৩ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও, উপসর্গ নিয়ে মারা যান আরও চার জন। একই সময়ে এক হাজার ২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়।


করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এসব তথ্য জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও