![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F1643082434467-20210722044308.jpg)
খুলনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
খুলনার ডুমুরিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের মাদরাসা পড়ুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১জুলাই) বিকেলে আরাজি ডুমুরিয়া গ্রামে তাদের মৃত্যু হয়।
নিহত শিশু দুটির পরিবার সূত্রে জানা গেছে, আরাজি ডুমুরিয়া গ্রামের মফিজুল শেখের ছেলে সাজিয়াড়া সামছুল উলুম মদরাসার ছাত্র মাহিম (১০) ও সিরাজুল শেখের মেয়ে সাজিয়াড়া মহিলা মাদরাসার ছাত্রী তাহা (৭) বিকেলে বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসলে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।