You have reached your daily news limit

Please log in to continue


সদ্য বিবাহিতা মেয়ের শ্বশুরবাড়িতে ট্রাকভর্তি উপহার পাঠিয়ে চমকে দিলেন বাবা

সদ্য বিবাহিত মেয়েকে সাধারণত খুশি করার জন্য বাবারা নানান ধরনের কাজ করেন। উপহার হিসেবে বেছে নেন দামি সব পণ্য। কিন্তু সদ্য বিবাহিতা মেয়েকে খুশি করার জন্য ট্রাকভর্তি উপহার পাঠানো কিছুটা পাগলামি বটে। 

আর এ কাজটিই করেছেন অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির বলরাম কৃষ্ণ। তেলুগু ঐতিহ্য অনুসারে অশধ মাসম (পবিত্র মাস) উপলক্ষে এই উপহার মেয়েকে দিয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির বাসিন্দা বাত্তুলা বলরাম কৃষ্ণ। পেশায় তিনি ব্যবসায়ী। মেয়ে প্রত্যুশার বিয়ে দিয়েছেন পুদুচেরির পবন কুমার নামের এক ব্যবসায়ীর সঙ্গে। বিয়ের পর প্রথম বার শ্বশুরবাড়িতে এই উৎসব পালন করছেন প্রত্যুশা। বলরামের চাওয়া ছিল, মেয়ের প্রথম উৎসব যেন অন্য রকম হয়। আর তাই এমন কাণ্ড করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন