কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১১ জনের মৃত্যু, শনাক্ত ২০২
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নয় জনের করোনা পজিটিভ এবং দুজনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম।
মেজবাউল আলম জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৮০ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৭০ জন উপসর্গ নিয়েসহ মোট ২৫০ জন ভর্তি রয়েছে।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪৩ শতাংশ।