![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F5bbdd054-3397-476e-89a8-ed7758342839%252Fcoronavirus_5.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
উপসর্গে মৃত্যুও হঠাৎ বেড়েছে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ০৮:৩৭
জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় ষাটোর্ধ্ব জবেদ আলী মোড়লকে ৮ জুলাই রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনেরা। সেখানেই ১২ জুলাই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে মোট চার দিন ছিলেন তিনি। কিন্তু এ সময়ের মধ্যে তাঁর করোনার পরীক্ষা করা হয়নি।
জবেদ আলীর মৃত্যুর দুদিন পর করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হন জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মহিউদ্দিন (৬৫)। তিনি মারা যান ১৫ জুলাই সন্ধ্যায়। তাঁর ছেলে মনিরুল ইসলাম বলেন, বাবার করোনা পরীক্ষা হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মার্স করোনা ভাইরাস
- করোনা ভাইরাসে মৃত্যু
- করোনা উপসর্গে মৃত্যু
- করোনা সংক্রমণ
- বাংলাদেশে করোনা ভাইরাস
- ডা. আবু জামিল ফয়সাল
- মো. সাইফুর রহমান
- সাজ্জাদ হোসেন চৌধুরী
- শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল
- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, বিএসএমএমসি (ফরিদপুর)