লকডাউন অসাংবিধানিক ঘোষণা দিল স্পেনের শীর্ষ আদালত
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে কঠোর লকডাউন জারি করা হয়। সেই লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা করেছে স্পেনের শীর্ষ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে জরিমানার কবলে পড়া জনগণ এই আদেশের ফলে তাদের পরিশোধকৃত অর্থ ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন।
শীর্ষ ওই আদালতের রায়ে বলা হয়েছে, করোনা সংক্রমণের জেরে লকডাউনের ফলে অর্থ হারানোয় সরকারের বিরুদ্ধে মামলা দায়েরকে অনুমোদন দেওয়া হবে না।