![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-13-20210715101808.jpg)
সায়েদাবাদে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ৩
রাজধানীর সায়েদাবাদের করাতিটোলায় একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৪ জুলাই) রাতের দিক এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. রাজু (৬০), মো. শাহজাহান (৫৪) ও মো. জয়নাল আহমেদ (৬২)।