কিডনির সমস্যা? এই চেনা খাবারগুলোই কিন্তু বিপজ্জনক হতে পারে!
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৯:৪৩
Kidney-র রোগ একটি নীরব ঘাতক। কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিবছর অনেক মানুষ এ রোগে মারা যায়। এ ধরনের রোগের চিকিৎসাও বেশ ব্যয়বহুল। তাই আগে থেকেই Kidney-র যত্ন নেয়া উচিত। মানুষের শরীর জটিল। প্রত্যেকটা অঙ্গ গুরুত্বপূর্ণ গোটা শরীরকে সুস্থ রাখতে। কোনও একটি বেগতিক হলেও বিপদ। ফুসফুস কিংবা কিংবা হৃৎপিণ্ডের যতটা গুরুত্ব, ঠিক ততটাই প্রয়োজনীয় Kidney জোড়া। কিন্তু আপনি এদের খেয়াল রাখেন কি? আমাদের রোজকার খাবারের তালিকায় এমন অনেক খাবার আছে, যা কিন্তু Kidney-র সর্বনাশ ডেকে আনছে।