You have reached your daily news limit

Please log in to continue


‘ঈদে ঘরমুখো যাত্রীদের একদিনে কর্মস্থলে ফেরানোর সামর্থ্য পরিবহন সেক্টরের নেই’

২১ জুলাই ঈদুল আজহা উদযাপনের পর লকডাউন শুরু হওয়ার আগেই ২৩ জুলাই সকাল ছয়টার মধ্যে মানুষকে নিজেদের কর্মস্থলে ফিরতে হবে। 

গত মে মাসে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, গত ঈদুল ফিতরের সময় যানবাহন চলাচলে বিধিনিষেধের মধ্যেও ৪-১৫ মে পর্যন্ত বিভিন্ন মোবাইল অপারেটরের এক কোটির বেশি ব্যবহারকারী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্য গিয়েছিলেন।

ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার। এর পরই আবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত লকডাউনের ঘোষণা রয়েছে।

এবার ঈদে মানুষ বাড়ি যাওয়ার জন্য ছয় থেতে সাত দিন সময় পেলেও ঈদের পর মাত্র একদিনে সবাই কর্মস্থলে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়বে। এটা হলে ভাড়া নিয়ে নৈরাজ্যের পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও করোনার সংক্রমণও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন