কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রেহানা মরিয়ম নূর, বাঁধনের জয় ও আমাদের মানসিকতা

ঢাকা পোষ্ট শারমিন শামস প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ১৭:১৭

এটা খুব আশাপ্রদ ব্যাপার যে, যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ ওঠা শুরু হয়েছে জোরেশোরে, যা মাত্র কয়েক বছর আগেও প্রায় অসম্ভব ছিল। যৌন হয়রানি হওয়া মানেই ছিল নারী সেটি চুপচাপ সহ্য করে যাবে, কাউকে বলবে না, গোপন রাখবে এবং কোনোভাবে যদি ঘটনা জানাজানি হয় তবে পুরো পরিবার ও সমাজ মেয়েটিকেই দোষ দেবে। ‘তোমার সাথেই কেন এসব হয়? তোমারেই কেন বলে? তোমারেই কেন করে?’- ঠিক এমন।


যৌন হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে বারবার আওয়াজ তোলা নারীবাদী মুভমেন্ট ও মেয়েদের ভেতরে তৈরি হওয়া সচেতনতা সমাজের এই ডাবল স্ট্যান্ডার্ডকে চ্যালেঞ্জ করেছে। ফলে এখন যৌন হয়রানি করে সহজে অনেকেই পার পায় না। এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে ওঠে। এই প্রতিবাদ ও প্রতিরোধের বিষয়টি শুধু লেখালেখি, সভা সেমিনার, মানববন্ধনে আটকে নেই। আশার কথা হলো, এখন গণমাধ্যমও এ নিয়ে সচেতন হতে শুরু করেছে। সংবাদ, টক শো নয় শুধু; নাটক, চলচ্চিত্রের মতো জনসংশ্লিষ্ট মিডিয়াতেও যৌন নিপীড়নের বিষয়টি আসতে শুরু করেছে। নারী অধিকারের পক্ষে ও পুরুষতান্ত্রিক আচরণের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন আমাদের চলচ্চিত্র পরিচালকরাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও