করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই সকাল ৬টার পর থেকে ফের সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। অর্থাৎ ঈদুল আজহার তৃতীয় দিন থেকেই আবার কঠোর বিধি-নিষেধ শুরু হবে।
মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধি-নিষেধ শিথিল ও পুনরায় বহাল হওয়ার এমন তথ্য উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়।