'সন্তান চাই না', জনসংখ্যা নিয়ন্ত্রণে প্যারিসে নয়া ট্রেন্ড
জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার নয়া ট্রেন্ড চালু হল ফ্রান্সে। প্যারিসে (Paris) বাড়ছে নিঃসন্তান দম্পতির সংখ্যা। ইতিমধ্যেই গোটা বিশ্বে জনসংখ্যা (Total Population of World) বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ বিলিয়ন। ফলে গর্ভধারণ করার মানসিকতা কমানোয় জোর দিচ্ছেন ফ্রান্সের বাসিন্দারা। সন্তান ধারণে অনিচ্ছাও তৈরি হয়েছে প্যারিসের মহিলাদের মধ্যে।
প্যারিসের বাসিন্দা ২৬ বছর বয়সী ম্যানন বলেন, 'সন্তান ধারণ করা আমাদের জীবনযাত্রার পরিপন্থী। আমি কখনই সন্তান চাইনা। যত বয়স বাড়ছে এই ধারণা আমার আরও দৃঢ় হচ্ছে। সবচেয়ে বড় কথা আরও একটি প্রাণকে পৃথিবীতে নিয়ে আসার অর্থ অর্থনীতিতে চাপ বাড়ানো।' ম্যাননের মতো প্যারিসের অধিকাংশ তরুণীর এমনটাই মনোভাব।