‘ওভারটাইমের’ টাকা পেতে এক সপ্তাহ আগে বিক্ষোভ হয়েছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলা যে ভবনটি আগুনে পুড়ে গেছে, সেখানে প্রায় আড়াই শ শ্রমিক কাজ করতেন। তাঁদের কেউই গত জুন মাসের বেতন পাননি। বেতন পাওয়ার আগেই গত বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন ৫২ জন শ্রমিক। এমন পরিস্থিতিতে কবে জুন মাসের বেতন হবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন বেঁচে যাওয়া শ্রমিকেরা।
কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ২০ জন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেল, বেশির ভাগ শ্রমিকের বেতন পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে। বাড়তি টাকার জন্য প্রায় সবাই নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ (ওভারটাইম) করতেন। চার মাসের ওভারটাইমের টাকা না দেওয়ায় আগুন লাগার এক সপ্তাহ আগে (১ জুলাই) শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। বিক্ষোভের পরদিন দুই মাসের ওভারটাইমের টাকা পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ৩ সপ্তাহ আগে
৭ মাস, ৩ সপ্তাহ আগে
যুগান্তর
| বেইলি রোড
৮ মাস আগে