কারখানা নাকি মৃত্যুকূপ?

জাগো নিউজ ২৪ তুষার আবদুল্লাহ প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১২:৪৭

এক শিল্প গোষ্ঠীর বড় কর্তার সঙ্গে দেখা। খুব ছটফট করছিলেন। তাকে কয়েকটি কারখানা পরিদর্শনে যেতে হবে। তাড়া ছিল বলে চা না খেয়েই উঠে পড়লেন। যেতে যেতে বললেন- সরকারের একটি দফতর থেকে বলা হয়েছে, সেজান জুসের দুর্ঘটনার পর, তারা এখন একটু তৎপরতা দেখাবে। কিছু কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করবে। তাই শিল্প গোষ্ঠীর কর্তা উদ্বিগ্ন । তার মতে, কারখানায় এমন বড় দুর্ঘটনা ঘটলে কিছুদিন দৌড় ঝাঁপ চলে, তারপর আবার সুনসান। এ সময়টায় ঐ দফতর গুলোকে নানা ভাবে সামাল বা ম্যানেজ করতে হয়। না হলে সব ঠিক ঠাক আছে এমন কারখানাকেও জরিমানা গুণতে হয়। ঐ শিল্প গোষ্ঠীর কর্তার মতে, দফতর গুলো ভাল করেই জানে কোন কারখানা গুলো ঝুঁকিপুর্ণ, কোথায় অবৈধ সংযোগ রয়েছে । কিন্তু উপরির টোটকায় চোখ বুঁজে থাকে বছর জুড়ে। কোন দুর্ঘটনা ঘটলেই শুধু তারা চোখের পাতা মেলেন ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও