করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজর
ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে পদত্যাগ করেছেন। আরও অনেকেই পদত্যাগ করেছেন, তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগই বেশি আলোচনায়। গত ৩ জুলাই আমাদের জাতীয় সংসদেও করোনা ভাইরাস নিয়স্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছেন কয়েকজন সাংসদ। পদত্যাগেই সমাধান নেই – এমন একটা দৃষ্টিভঙ্গি কাজ করে, বিশেষ করে যারা দায়িত্বে থাকেন বা যারা সেইসব মানুষকে দায়িত্বে রাখেন তাদের ভেতর। কিন্তু সমাধান নিশ্চয়ই দায়িত্ব পালনে এবং সুব্যবস্থাপনায়। করোনা ভাইরাস শনাক্তের দেড় বছরেও কাঙ্ক্ষিত সেই পারফরমেন্স বা ভিজিবিলিটি নেই আমাদের স্বাস্থ্যমন্ত্রণালয়ের। গত মঙ্গলবার আমাদের এই আলোচিত মন্ত্রণালয় হঠাৎ করে সারাদেশের সরকারি ডাক্তারদের বদলির আদেশ ঘোষণা করে। এদের মধ্যে আছেন সাত মাস আগে মারা যাওয়া চিকিৎসক, অবসরে যাওয়া চিকিৎসকও। এমনকি দাঁতের ডাক্তারকেও নাকি পদায়ন করা হয়েছে কোভিড ইউনিটে।