![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F492b89a4-fd8d-4c9d-b18c-074a488541cd%252F01.jpeg%3Frect%3D0%252C66%252C979%252C551%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
দীর্ঘস্থায়ী আগুন, প্রাণহানি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৯ ঘণ্টা সময় লেগেছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ১৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাধীনতার পর দেশে যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার মধ্যে এই অগ্নিকাণ্ডটি অন্যতম দীর্ঘস্থায়ী ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে ওই কারখানায় আগুন লাগে। আর নিয়ন্ত্রণে আসে গতকাল শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে