সিলেটে করোনা শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিন। আর প্রতিদিনই ভাঙছে এ শনাক্তের রেকর্ড। লকডাউন, কঠোর বিধিনিষেধ কোনো কিছুতেই এ বিভাগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন রেকর্ড ৪৪২ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ১২ শতাংশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ছয়জনের। এদের মধ্যে সিলেটের পাঁচজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন। একইসময় বিভাগে করোনামুক্ত হয়েছেন ১৩৬ জন।