মাইগ্রেনের ব্যথায় কাবু? রোজ ডায়াটে রাখুন এই খাবারগুলি!
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ০৯:৫৬
মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। Migraine Pain মাথার যেকোন একপাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনীগুলো আছে, সেগুলো মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। Pain-র সঙ্গে বমি বমি ভাবে রোগীর দৃষ্টিবিভ্রম ঘটতে পারে। এটি পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়। এই ব্যথার উৎস কী? Migraine জিনঘটিত রোগ। পরিবারের কারও থাকলে, হওয়ার সম্ভাবনা বেশি। মস্তিষ্কের ট্রাইজেমিনাল নার্ভ উত্তেজিত হলে এই ব্যথা হয়। সেরেটোনিন নামক কেমিক্যালের ভারসাম্য বিঘ্নিত হলে এই ব্যথা হয় বলে মত চিকিৎসকদের।