ভৈরবে গুদামঘরে পড়ে ছিল যুবকের লাশ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোবিন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকার একটি গুদামঘর থেকে গতকাল বুধবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মোবিন কালিপুর দক্ষিণপাড়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে। তিনি ভৈরব বাজারের একটি সিগারেট ডিস্ট্রিবিউটরের দোকানে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, মোবিন গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। সেজন্য গতকাল বুধবার সকাল থেকে তাঁর খোঁজ করতে থাকে পরিবারের সদস্যেরা। পরে বাড়ির পাশের একটি গুদামঘরের মালিক বাছির মিয়ার মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে মোবিনের লাশ দেখতে পান পরিবারের সদস্যেরা। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে