প্রসঙ্গ: জ্ঞানপাপী
প্রসঙ্গ ছিলো করোনা। এই নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি উচ্চারণ করে ছিলাম জ্ঞানপাপী। এই নিয়ে আজ দু'দিন ধরে আমার সাথে আমার ছেলের স্নায়ুযুদ্ধ চলছে। আমি বলছিলাম আমাদের দেশে যদি ভারতের মতো অবস্থা হয় তাহলে তো মানুষের ভোগান্তির সীমা থাকবে না। কারণ চিকিৎসা সেবামূলক সরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব একটা সন্তোষজনক নয়।
প্রসঙ্গক্রমে বললাম এসব কিছুর জন্য আমাদের দেশের জ্ঞানপাপীরা দায়ী। আমার এমএসসি (ফিজিক্স শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) পরীক্ষার্থী ছেলে তা মানতে রাজি নয়। তার কথা দেশের মূল চালিকাশক্তি যারা, তারা ততটা জ্ঞানী নন। জ্ঞানী মানুষরা দুর্নীতিগ্রস্ত হতে পারেন না।