রোহিঙ্গা ইস্যু: সংকট উত্তরণে সহায়ক হবে অনুসন্ধানী প্রতিবেদন
টেকনাফ। কক্সবাজারের একটি উপজেলা। দেশের সব গণমাধ্যম এই অঞ্চলকে একটি উপজেলা হিসেবেই দেখে আসছে বছরের পর বছর। অথচ এই উপজেলা ভূরাজনৈতিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ। একই কারণে গুরুত্বপূর্ণ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি, আলীকদম, লামা কিংবা থানচি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এই অঞ্চলগুলো অস্থির লম্বা সময় ধরেই। সরকারের সংশ্লিষ্টদের এ নিয়ে শুরু থেকে মাথা ব্যথা ছিল কি না তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমি মনে করি, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও এ বিষয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি নিজেও এদিক থেকে একজন ব্যর্থ সাংবাদিক। কারণ রোহিঙ্গা সংকট নিয়ে আমি নিজেও অনুসন্ধানী তেমন কোনো প্রতিবেদন করিনি, করতে পারিনি।