করোনায় কোরবানি ও গ্রামীণ অর্থনীতি
দেশে মহামারি করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। যা ইতোমধ্যে সারাদেশে আতঙ্ক ছড়িয়েছে। করোনার সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়ন করছে সরকার। করোনায় প্রান্তিক জনপদের মানুষের আয়-রোজগার কমে গেছে। বহু মানুষ কর্ম হারিয়ে বেকার। দৈনিক উপার্জনের ওপর নির্ভরশীল মানুষগুলো কঠোর লকডাউনের কারণে চরম অর্থ সংকটে পড়েছে। সরকার ইতোমধ্যে প্রান্তিক জনপদের খেটে খাওয়া কর্মহীন মানুষ ও পরিবহন শ্রমিকদের জন্য ২৩ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, তবে তা একেবারেই অপ্রতুল।