![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F06%2F2242659-anchor-1592163038.jpg%3Fitok%3DTXMzd1TK)
পাকিস্তানে কোরবানির পশুর হাটে করোনার টিকা বাধ্যতামূলক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাকিস্তানে কোরবানির সব পশুর হাটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য কোভিড-১৯-এর টিকা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) গত রোববার ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু বাজারের সব ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য কোভিড-১৯-এর টিকা বাধ্যতামূলক ঘোষণা করেছে। এ ছাড়া পশুর হাটে প্রবেশের জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং দ্রুত অ্যান্টিজেন টেস্টিং পরিষেবা সরবরাহ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে এনসিওসি।