Delta ভ্যারিয়েন্টের এই উপসর্গগুলি কোভিড থেকে কতটা পৃথক? জেনে নিন...
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ১০:১৪
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে এখনও চলছে দেশ। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার 'Delta Plus Variant' ভ্যারিয়েন্টের জেরে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর শেষের দিক থেকে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্ট B.1.617.2-এর জেরে দেশজুড়ে দ্বিতীয় ঢেউ দেখা দেয়। এদিকে ডেল্টা প্লাস স্ট্রেনে রয়েছে K417N মিউটেশন। যেটাকে প্রাথমিকভাবে B.1.617.2.1. ভ্যারিয়েন্ট বলা হয়েছে।