গ্রীষ্মের ছুটিকে ম্লান করতে পারে ভেরিয়েন্ট ও টিকাদানের হার
যুক্তরাষ্ট্রে এক বছর আগে কভিড-১৯ 'র ব্যাখ্যা ছিল হাসপাতালে ভর্তি হওয়া, বিভিন্ন রাজ্যের বিধিনিষেধের বিবরণ ও তা মেনে চলা এবং কবে কোথায় ভ্যাকসিন উৎপাদিত হবে, কবে পাওয়া যাবে, সেই আশায় বসে থাকাI
তবে সেই চিত্রে পরিবর্তন ঘটেছে ২০২১ সালেI একাধারে টিকার লভ্যতা, টিকাদান কর্মসূচি, অন্যদিকে ভাইরাস ভেরিয়েন্টের উপস্থিতি, যে দুই প্রতিদ্বন্দ্বী শক্তি এখন যুক্তরাষ্ট্রের জীবনধারা, গ্রীষ্মের ছুটি সবকিছুই পরিবর্তিত ও নিয়ন্ত্রণ করতে চলেছেI